৬১ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ধর্মঘট, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবি


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-09 07:24:47 BdST | Updated: 2024-05-17 10:22:58 BdST

ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে ১৪ দিনের ধর্মঘটে যাচ্ছে ইংল্যান্ডের ৬১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির। তাই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো থেকে ক্ষতিপূরণ দাবি করছে। 

পেনশনের টাকা নিয়ে সমস্যা হওয়ায় এই ধর্মঘটে যাচ্ছে শিক্ষকরা। 

এই ধর্মঘটের কারণে ৯ হাজার থেকে ৫০ হাজার ইউরো ক্ষতি হবে শিক্ষার্থীদের। 

তবে শিক্ষকদের এ ধর্মঘটে শিক্ষার্থীদেরও সংহতি রয়েছে। ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস এর সভাপতি শাকিরা মারটিন ইতিমধ্যে সংহতি জানিয়ে শিক্ষকদের বার্তা দিয়েছেন। 

তিনি বিশ্ববিদ্যালয়গুলির কর্মকর্তা ও শিক্ষার্থীদের এসব বিষয়ে আলোচনা করে সমাধানে আসার আহবান জানিয়েছেন। 

ইউনিভার্সিটি অব ইয়ারকের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কনরাড হুইটক্রফট বলেন, তার পূর্ণ সমর্থন রয়েছে শিক্ষকদের এই আন্দোলনে। তবে আমরা যে নিয়মিত টিউশন ফি জমা দেই তা আমাদের ফেরত দিতে হবে। তারা আমাদের থেকে টাকাই নিতে চায় পণ্য (যথাযথ শিক্ষা) দিতে চায় না। আমি যদি পানি কেনার জন্য টাকা দেই অবশ্যই আমাকে পানি দিতে হবে অন্যথায় টাকা ফেরত দিতে হবে। 

বিডিবিএস