তিনটি বেসরকারি হাসপাতালে হবে করোনা টেস্ট


টাইমস প্রতিবেদক | Published: 2020-04-29 22:46:54 BdST | Updated: 2024-05-17 12:42:49 BdST

রাজধানীর এভারকেয়ার, স্কয়ার ও ইউনাইটেড হাসপাতালকে করোনা শনাক্তকরণ টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, রাজধানীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে এভার কেয়ার, স্কয়ার ও ইউনাইটেড-এই তিনটি হাসপাতালকে করোনা শনাক্তকরণ পরীক্ষা করার অনুমোদন দেওয়া হয়েছে। তারা যে পরীক্ষা করবেন সেগুলো বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে আমরা সংযোজন করব, আমাদের স্বাস্থ্য বুলেটিনে।

এ হাসপাতালগুলো শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদের এই পরীক্ষা করাতে পারবেন। তাদের আমরা বাইরের রোগী পরীক্ষা করার অনুমোদন দেইনি। কারণ সেক্ষেত্রে ফলোআপের সমস্যা হতে পারে বলে জানান তিনি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদক্ষেপ। যদিও এরই মধ্যে সীমিত পরিসরে ঢাকাসহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানা সীমিত পরিসরে খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

টিআই/ ২৯ এপ্রিল ২০২০