যেসব পুরুষ প্রচুর সবজি ও ফল খায় তাদের শরীরের গন্ধে আকৃষ্ট হয় নারীরা: ম্যাকক্যুয়ারি ইউনিভার্সিটির গবেষণা


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-29 06:27:11 BdST | Updated: 2024-05-08 10:08:40 BdST

দামী সুগন্ধি মাখার আর প্রয়োজন নেই। নারী সঙ্গীকে শরীরের গন্ধে কাছে টানতে চাইলে পুরুষরা বেশি করে সবজি ও ফল খান। কারণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ প্রচুর সবজি ও ফল খায় তাদের শরীরের গন্ধে আকৃষ্ট হয় নারীরা।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে অস্ট্রেলিয়াতে করা এই গবেষণার ফলাফল থেকে জানানো হয়, ‘ঘাম আমাদের স্বাস্থ্যের অবস্থা জানান দিতে সাহায্য করে পাশাপাশি সঙ্গীকে আকৃষ্ট করতে অবদান রাখতে পারে।’

গবেষণার ফলাফল থেকে আরও দাবি করা হয়, ঘামের গন্ধ বা শারীরিক ঘ্রাণ বিপরীত লিঙ্গের সঙ্গীকে আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রুটি, পাস্তা ইত্যাদি কার্বোহাইড্রেইট ধরনের খাবার যেসব পুরুষ বেশি খায় তাদের তুলনায় প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খান এমন পুরুষদের শারীরিক ঘ্রাণ নারীদের আকৃষ্ট করে বেশি।

অস্ট্রেলিয়ার ‘ম্যাকক্যুয়ারি ইউনিভার্সিটির’ ইয়ান স্টিফেন বলেন, “আকর্ষণীয় হয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ঘ্রাণ, বিশেষ করে নারীদের কাছে। মানুষ যখন রঙিন সবজি বেশি খায়, তখন ত্বকে ‘ক্যারোটিনয়েড’য়ের আভা পড়ে। উদ্ভিদভিত্তিক এই ‘পিগমেন্ট’ বা রঞ্জক পদার্থের কারণে ফলের রং উজ্জ্বল লাল, হলুদ ও কমলা হয়। ত্বকে জমা হওয়া ক্যারোটিনয়েড’য়ের পরিমাণ মাপা যায় ‘স্পেক্ট্রোফটোমিটার’য়ের সাহায্যে।”

গবেষকরা একদল সুস্থ পুরুষ নিয়োগ করে তাদের ত্বক পরীক্ষা করেন স্পেক্ট্রোফটোমিটার’য়ের সাহায্যে। স্টিফেন জানান, “আমরা কতটুকু ফল ও সবজি খাচ্ছি তা জানার ভালো উপায় হল এই স্পেক্ট্রোফটোমিটার’য়ের ফলাফল।”

নিয়োগকৃত পুরুষদের সার্বিক খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয়। এরপর তাদের পরিষ্কার টি-শার্ট পরিয়ে ব্যায়াম করতে বলা হয়।
পরে গবেষণায় নারী অংশগ্রহণকারীদের ওই পুরুষদের ঘামের গন্ধ শুকতে বলেন।

স্টিফেন জানান, “এই পুরুষদের মধ্যে যারা শাকসবজি ও ফল বেশি খান তাদের শারীরিক গন্ধ নারীরা বেশি পছন্দ করেছেন।”

যেসব পুরুষ প্রচুর মাংস খান, তাদের ঘাম কম হয় এবং তাদের প্রতি নারীদের আকর্ষণ মিশ্র। তবে মাংস পুরুষের শারীরিক গন্ধ তীব্র করে তোলে। আবার যারা ফল ও সবজি বেশি খান তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, যা তাদের শারীরিক গন্ধেও প্রকাশ পায়।

 এমএসএল