পিতা


রোমেন রায়হান | Published: 2017-08-13 16:10:13 BdST | Updated: 2024-05-10 20:52:35 BdST

 

স্বাধীন দেশের মানচিত্র ও পতাকা দিয়েছ তুমি
তোমার রক্তে মিলেমিশে গেছে স্নিগ্ধ স্বদেশভূমি।

তুমি বাঙালি, তুমিই বাংলা, কবিতা অন্ত্যমিলে
বাংলাদেশকে বিশ্বের বুকে সামনে এগিয়ে দিলে।

স্বাধীন দেশের রূপকথাগুলো তোমাকে রয়েছে ঘিরে
তুমিই শ্রেষ্ঠ সারা বিশ্বের সব বাঙালির ভিড়ে।

কৃষকের হাসি, নৌকার পাল, দোয়েল পাখির শিসে
মমতা মাখিয়ে সব বাঙালির হৃদয়ে গিয়েছ মিশে।

সাধারণ থেকে উঠে এসে তুমি মিশেছ সবুজে, লালে
হে আমার পিতা, তুমিই প্রেরণা যুগে যুগে, কালে কালে।

 

এমএসএল