রোহিণী নয় রোহিঙ্গা


টাইমস অনলাইনঃ | Published: 2017-09-21 17:29:45 BdST | Updated: 2024-05-11 03:23:49 BdST

রোহিণী নয় রোহিঙ্গা
____নাঈম আহমাদ


কোথাও কোন যুদ্ধ বিরতি নেই
রাতের গোলাপকলি আর ফুটবেনা বলেছে
আঁতাত করে পালিয়েছে বারুদের অভিসারে
বারুদ আর গোলাপের রঙ এখন কাছাকাছি
যেমন জাতিসংঘের কাছাকাছি সন্ত্রাসসংঘ
মানবাধিকার কমিশনের কাছাকাছি ধর্ষণ কমিশন


প্রেমিকার উঁচু বুকে রাখা ওয়াকিটকি থেকে প্রেমিক হত্যার নির্দেশ
এইযে, এখনই এয়ারগানের ট্রিগার টিপে দিলে খতম
হয়ে যাবে রোহিঙ্গা পুরুষ- তারপর নারীদের বিবস্ত্র
করে ধর্ষণ করা হবে- অনুগ্রহপূর্বক গর্ভে সন্তান দান করা হবে-
তারপর জাতিসংঘ এসে বলবে, বজ্জাত মহিলা- কোন
ফ্যামিলি প্ল্যানিং নেই!


আমরা তাদের দেশান্তরিত করে দেব। তখন বলব, ওরা আমাদের
খাবারে ভাগ বসাতে এসেছে- আমাদের ফতুর করে দেবে
সারা দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেবে


যেন গত ৪৬ বছরে গায়েব হয়ে গিয়েছিল গরিব
একাত্তরের পরে ধর্ষিতা হয়নি কোন নারী
কোথাও কোন লাশ পড়েনি- রোহিঙ্গারা দেশটাকে
নষ্ট করে দেবে। এই সংবাদ লিখতে লিখতে দেখলাম-
'এক বাঙ্গালি কতৃক রোহিঙ্গা কিশোরী ধর্ষিত'


শালা মাগি! জন্ম নিয়ন্ত্রণ জানোস না?
সন্তান পয়দা করে করে এ দেশটাকে দখল করে নিবি নাকি?


অতঃপর জাতিসঙ্ঘ থেকে একটি
মানবাধিকার কমিশন থেকে দুইটি
ও নোবেল বিজয়ীরা মিলে তিনটি প্রতিবাদ বিজ্ঞপ্তি পাঠালেন।

 

এমএসএল