বইমেলায় সাড়া ফেলেছে 'কল সেন্টারের অপরাজিতা'


Dhaka | Published: 2022-02-24 02:04:24 BdST | Updated: 2024-04-24 03:24:12 BdST

অমর একুশে বইমেলায় (২০২২) নতুন উপন্যাস কল সেন্টারের অপরাজিতা প্রকাশিত হয়েছে। এই উপন্যাসের মূল চরিত্র অপরাজিতা।

মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মেয়েটি একটি কল সেন্টারে কাজ করে। পিতৃহীন সংসারে এক ভাই ও অসুস্থ মাকে নিয়ে তার বসবাস। অপরাজিতা একা, তার ওপরে সমাজের কাছে প্রায় অপরিচিত একটি পেশা—সব মিলিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। তবু সে তার পেশায় নিবেদিত, পেশাটিকে ভালোবাসে।

জীবনের সব সাধ-আহ্লাদ বিসর্জন দিয়ে পরিবারের কথা ভেবে শুধু নিজের কাজেই মনোযোগী হয় সে। এমন এক পরিস্থিতিতে তার জীবনে আসে মনন—বসের বন্ধু। দুজনের মধ্যে একটি অব্যাখ্যেয় সম্পর্ক গড়ে ওঠে, যা বন্ধুত্বের অধিক। কিন্তু একে কি প্রেম বলা যায়?

মননের সংস্পর্শে যে নতুন জীবনের স্বপ্ন দেখতে থাকে অপরাজিতা, তা কি পূর্ণতা পাবে শেষ পর্যন্ত? এ উপন্যাস আমাদের সমাজে সম্পূর্ণ নতুন একটি পেশার এক নারীর ভেতর-বাইরের বাস্তবিক আখ্যান।

কল সেন্টারের অপরাজিতা
লেখক: রাহিতুল ইসলাম
প্রকাশন: প্রথমা (৩৬ নম্বর প্যাভিলিয়ন,সোহরাওয়ার্দী উদ্যান)
দাম: ২০০ টাকা