মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের ক্লাসও চলবে ২০ রমজান পর্যন্ত


Desk report | Published: 2022-03-30 05:24:27 BdST | Updated: 2024-04-20 05:02:19 BdST

আসন্ন পবিত্র রমজান মাসেও চলবে সরকারি বেসরকারি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাস । আগামী ২৬ এপ্রিল অথাৎ ২০তম রমজান পর্যন্ত সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৯ মার্চ ) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

ইতোমধ্যে পবিত্র রমজান মাসের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে সূচি অনুসারে ৩ এপ্রিল থেকে রমজান শুরুর কথা আছে। সে হিসেবে ২৬ এপ্রিল হবে ২৪ রমজান।

পবিত্র রমজান উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিলো। গতকাল সোমবার মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এদিকে প্রাথমিকের সব ক্লাস ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। ২১ রমজান থেকে ঈদ পর্যন্ত ছুটি থাকবে। এরপর আবার ক্লাস শুরু হবে যথানিয়মে।