নকলে সহায়তা করায় তিন মাদ্রাসা শিক্ষকের এমপিও বন্ধের নির্দেশ


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-04 18:01:44 BdST | Updated: 2024-05-03 17:10:42 BdST

নকল করতে সহযোগিতা করায় টাঙ্গাইল জেলার তিন মাদ্রাসা শিক্ষকের এমপিও বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে তাদের সাময়িক এমপিও বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠায় মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সহকারী সচিব মো. আ. খালেক মিঞা জানান, সাময়িকভাবে এমপিও বন্ধের নির্দেশ দিয়ে কেন তা স্থায়ীভাবে বন্ধ করা হবে না জানতে চাওয়া হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইলের দারুল উলুম কামিল মাদ্রাসায় এ বছরের আলিম পরীক্ষায় তিনজন শিক্ষক পরীক্ষাকক্ষে শিক্ষার্থীদের নকল করার সুযোগ দেন।

গত ১৪ মে অনুষ্ঠিত জীববিজ্ঞান বিষয়ের দিন পরীক্ষা কক্ষে দারুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মো. আব্দুল ওহাব, টাঙ্গাইল সদরের খারজানা হোসাইনিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মমতাজ বেগম ও কোরেশনগর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মো. নাসির উদ্দিন পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করায় ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন। এরপর টাঙ্গাইলের জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগকে পত্র দিয়ে বিষয়টি অবহিত করেন।

জেলা প্রশাসকের এই চিঠির পর গত ২৬ জুন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সহকারী সচিব মো. আ. খালেক মিঞা স্বাক্ষরিত চিঠিতে ওই তিন শিক্ষকের এমপিও সাময়িক বন্ধের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

জেডএম/ ০৪ জুলাই ২০১৮