চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩১টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৩১৮ পরীক্ষার্থী। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫০০ জনকে।
এ পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন মাহমুদুল হাসান ইউসুফ। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
জাতীয় মেধায় ২য় স্থান অর্জন করেছেন স্বপ্নীল আব্দুল্লাহ। তার কলেজ ছিল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ। তারা দুইজনই রেটিনা কোচিং সেন্টারে কোচিং করেছেন।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৫ ও সর্বনিম্ন ৭০ দশমিক ৫।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ফলাফল প্রকাশের এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমএসএল/ ০৯ অক্টোবর ২০১৭