নবীনদের বরণ করে নিলো নজরুল বিশ্ববিদ্যালয়


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2018-01-30 04:45:35 BdST | Updated: 2024-05-03 19:35:13 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ওরিয়েন্টেশন-২০১৮ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক আল-জাবির ও নুসরাত তানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর। প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, “বিদ্রোহী কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে তোমরা অবশ্যই ভাগ্যবান। তাঁর আদর্শ ধারণ করে মাদকাশক্তি ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদের সতর্ক থাকতে হবে।”

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান উপস্থিত অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, “আজ থেকে এরা আমাদের সন্তান, এদের দায়িত্ব নিয়ে আপনারা চিন্তা করবেন না।” তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগী ও ভালভাবে পড়াশোনার দিক নির্দেশনা মূলক পরামর্শ উপস্থাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররাত শবনম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সাথে নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অভীক ও তাসমী।

শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, গাহি সাম্যের গান মঞ্চে সন্ধ্যা থেকে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

এইচজে/ ২৯ জানুয়ারি ২০১৮