শাবি উপাচার্যের খাবার লাগলে সরবরাহ করবেন শিক্ষার্থীরা


Desk report | Published: 2022-01-25 09:52:52 BdST | Updated: 2024-12-10 22:58:03 BdST

বাসভবনে অবরুদ্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের খাবার লাগলে তা সরবরাহ করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে শিক্ষকরা খাবার নিয়ে যেতে চাইলে তারা বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের খাবার লাগলে আমরা খাবার সরবরাহ করবে। বাসভবনে পুলিশ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না।

আন্দোলনরত শিক্ষার্থী ওমর ফারুক বলেন, আমরা প্রায় সময়ই খেয়াল করছি কিছু শিক্ষক খাবার দেওয়ার নাম করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা তাদের বলতে চাই যদি কখনো ভেতরে কারও খাবার, পানি বা অন্য যে কোনো জরুরি কিছুর প্রয়োজন হয় তাহলে তার সবকিছু আমরা তাদের দিয়ে আসব।

তিনি আরও বলেন, ভেতরে যদি কেউ অসুস্থও হয় আমাদের জানালে আমরাই তাদের চিকিৎসার ব্যবস্থা করব। যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা তাদের হাসপাতালে নিয়ে যাব। তবুও কোনো পুলিশ সদস্য ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না।

এর আগে বিভিন্ন সময়ে শিক্ষকরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন। সর্বশেষ প্রক্টর ড. আলমগীর কবীর খাবার নিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যান।

শিক্ষার্থীদের বাধার মুখে প্রক্টর আলমগীর কবীর বলেন, বাসভবনে উপাচার্যের সঙ্গে আরও কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তা রয়েছেন। সেখানে গতকাল থেকে বিদ্যুৎ নেই। পানি ও খাবার সংকট রয়েছে। তারা কষ্ট করছেন। এছাড়াও উপাচার্য অসুস্থ। আমরা জানি না তার কী অবস্থা। তার জন্য আমরা ওষুধ নিয়ে যেতে চাই। সেখানে একজন শিক্ষকও অসুস্থ। আমরা তাকে দেখতে যেতে চাই, যেন প্রয়োজনে আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারি।