"বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম" এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২০-২১ কার্যবর্ষের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৬ই সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন "জান্নাতুল ফেরদৌস প্রিয়া" এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন "আকলিমা আক্তার সোমা"।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জান্নাতুল ফেরদৌস প্রিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী এবং আকলিমা আক্তার সোমা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াশোনা করছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের সংগঠন "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম" প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।