জাককানইবির ফোকলোর বিভাগে ড. ওয়াকিল আহমদের ২০০ বই উপহার


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2020-08-21 02:44:22 BdST | Updated: 2024-10-09 14:50:06 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য অধ্যাপক ড. ওয়াকিল আহমদের সংগৃহীত ফোকলোর বিষয়ক ২০০টি দেশি বিদেশি বই-জার্নাল উপহার দিয়েছেন।

ফোকলোর বিভাগের সভাপতি সাকার মুস্তাফা বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগের পক্ষ থেকে ড. ওয়াকিল আহমদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। স্যারের সংগৃহীত গুরুত্বপূর্ণ এই বইগুলো ফোকলোর চর্চা ও গবেষণায় আমাদেরকে সহযোগিতা ও অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও জানান, ফোকলোর বিভাগের সেমিনার লাইব্রেরির জন্য যেকেউ বই/বইবাবদ অর্থ উপহার প্রদান করতে চাইলে সাদরে গ্রহণ করা হবে। উপহারদাতা লাইব্রেরিতে নিজ নামে কর্ণার (যেমন: অধ্যপক ড. ওয়াকিল আহমদ কর্ণার) করতে চাইলে সে ব্যবস্থাও থাকবে।

উল্লেখ্য, ড. ওয়াকিল আহমদ মূলত একজন নিবেদিত ফোকলোর গবেষক। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: বাংলার লোক-সংস্কৃতি, উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা, বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান, বাংলায় বিদেশী পর্যটক, মধ্যযুগে বাংলা কাব্যের রূপ ও ভাষা, বাংলার মুসলিম বুদ্ধিজীবী, বাংলা লোকসাহিত্য : প্রবাদ ও প্রবচন, ধাঁধা, মন্ত্র, ছড়া, ভাওয়াইয়া, ভাটিয়ালী গান, সারিগান, বাউল গান, বাংলা লোককলাতত্ত্ব ও মতবাদ, বাংলা লোককলা প্রবন্ধবলি প্রভৃতি।

তাঁর কর্মের সম্মাননা স্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ বিদেশের নানা পদক ও সম্মাননা লাভ করেন।

ড. ওয়াকিল আহমদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভ করেন।

কর্মজীবনে ড. ওয়াকিল আহমদ বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ এশিয়াটিক সোসইটি ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন।