'পরমত সহিষ্ণুতা শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত'


ঢাবি টাইমস | Published: 2019-12-23 20:46:21 BdST | Updated: 2024-05-03 20:28:11 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন লিখেছেন,

এ ক্যাম্পাস আমাদের সবার। পারস্পরিক সম্মান, পরমতসহিষ্ণুতা, মতের প্রতি শ্রদ্ধাবোধই শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সামরিক স্বৈরাচারের সহযোগী সংগঠন ছাড়া এ বিশ্ববিদ্যালয় সবার উন্মুক্ত চারণক্ষেত্র। পারস্পরিক সহিংসতা কোন সমাধান নয়, বরং সংকটের সূচনা। ভালো কাজের প্রতিযোগিতাই সকল সংগঠনের কাছে কাম্য। বিশ্ববিদ্যালয়ে বিবদমান সকল পক্ষের কাছে শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানাচ্ছি।

[ফেসবুক থেকে নেয়া]