
মারুফ হাসানঃ সকাল থেকে ডেইলি স্টারের একটা খবর নিয়ে বেশ আলোচনা দেখলাম। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৮তম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান তো কমেছেই, ওভারঅল সব দিক দিয়েই মান কমেছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। তারপরও বাংলাদেশে ২৮তম?
যেই র্যাংকিংয়ের উপর ভিত্তি করে এই র্যাংকিং করা হয়েছে সেই র্যাংকিংটা আসলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং না। ওয়েবসাইটের র্যাংকিং। বিশ্বজুড়ে ওভারঅল দুইটা র্যাংকিংকে ভ্যালু দেওয়া হয়।
১. QS world university ranking
২. TIMES university ranking
এই দুইটা র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন ৭০০-১০০০ এর মাঝে। বাংলাদেশের আর কোন ইউনিভার্সিটি এই র্যাংকিংয়ে টপ ১০০০ এ স্থান পায় নি। (প্রথম ছবিতে QS র্যাংকিং, পরের দুইটা ছবিতে TIMES এর র্যাংকিং)
তবে একটা দেশের প্রধান ইউনিভার্সিটির ওয়েবসাইটের এই বেহাল হশা হবে কেনো? এই জবাবদিহি কে দিবে? আপাতত ১০০০ এর মাঝে থাকলেও মানের এই ক্রমাগত অবনতিতে কতদিন থাকতে পারবে সেটা একটা বড় প্রশ্ন।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নেয়া