অনেক সুন্দর অভিজ্ঞতা


সাদ্দাম হোসেন | Published: 2024-03-16 12:40:58 BdST | Updated: 2024-12-10 03:59:45 BdST

বক্সিং কমপিটিশন এ গিয়ে এবার অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হল। এবং ঘটনাচক্রে সেটি নারী দিবসেই।

৩১ জুলাই, ২০১৮ বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব গ্রহণের সময় নিরাপদ সড়কের দাবিতে শিশু-কিশোরেরা সচেতনতা ক্যাম্পেইন শুরু করে। আমরা সোচ্চার ভূমিকা পালনের চেষ্টা করেছিলাম। আমার মনে আছে, শাহবাগে আমরা স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য চকলেট নিয়ে গিয়েছিলাম। সবাই আমাদের স্বাগত জানিয়েছিল এবং আমরা একসাথে আমাদের পরবর্তী রোডম্যাপ নিয়ে কথা বলেছিলাম।

আমার জেনে ভীষণ ভাল লাগল যে সেদিনের সেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া একজন এবং যে আমাদের সাথে অত্যন্ত বলিষ্ঠ ভাবে কথা বলেছিল সে আজকে বক্সিং রিং এ দক্ষ একজন একজন খেলোয়াড়। সবচেয়ে অনুপম ও অনিন্দ্যসুন্দর বিষয় বাংলাদেশ ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা।

সাদিয়া ইসলাম বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখা, ঢাকা জেলা দক্ষিণের ছাত্রী বিষয়ক সম্পাদক। অধিকার আদায়ের মিছিল থেকেই সময়ের সাহসী সন্তানদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীবাহিনীর আগমনী গান বেজে ওঠে।

আমরা চাই, আমাদের মেয়েরা আপন সুর ও শক্তিতে পৃথিবীজয়ী হোক, সব প্রতিকূলতা ডিঙিয়ে যাক, বক্সিং রিং, ফুটবল বা মহাকাশবিজয়ে নেতৃত্ব দিক, জীবনের সব রঙে রাঙিয়ে যাক লাল-সবুজের প্রমীলারা।

লেখক: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন