আ.লীগের প্রতিষ্ঠাতা সা.সম্পাদকের কবরে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি


টাইমস অনলাইনঃ | Published: 2019-07-07 10:25:31 BdST | Updated: 2024-06-29 04:17:30 BdST

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শামশুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সোহেল রানা শান্ত।  

টাঙ্গাইল জেলায় কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে শনিবার বিকালে মরহুম শামছুল হক এর কবরে সম্মুখে কোরআন তেলোয়াত, দোয়া এবং পুষ্পস্তবক অর্পন করেন তৃনমুল ছাত্রলীগ থেকে উঠে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সোহেল রানা শান্ত।

দোয়া 

তার সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের উজ্জ্বল আহমেদ, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সাজিদ ইসলাম সজীব এবং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক হাসান ওসমান।

এছাড়াও এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গসহ মাদ্রাসার শিশু কিশোর এবং উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।