নতুন বছরের শুরুতে বঙ্গবন্ধু ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা মুক্তিযুদ্ধ মঞ্চের


Dhaka | Published: 2021-01-01 07:52:07 BdST | Updated: 2024-05-17 14:35:56 BdST

২০২১ নতুন বছরের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সময় রাত ১২:১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ২০২১ নতুন বছরের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী ও শহীদ মধুসূদন দে এর সন্তান অরুণ দে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো: আল মামুন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার ও সোহাগ মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

কর্মসূচীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল মামুন বলেন, "বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন বছর শুরু করছি। নতুন প্রজন্মের নিকট আমাদের ইতিহাস-সংস্কৃতি ও ইতিহাসের মহানায়কদের অবদান তুলে ধরার জন্যই নতুন বছরের শুরুতে আমাদের এই কর্মসূচী। ইংরেজি নববর্ষের আনন্দে আমরা যেনো আমাদের হাজার বছরের গৌরবময় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস-সংস্কৃতি ভুলে না যাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে রুখে দেয়ার শপথ নিয়ে নতুন বছরে কাজ করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"