ডাক টিকেটে ছাত্রলীগের নাম পরিবর্তন করায় মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ


Dhaka | Published: 2021-01-07 00:44:57 BdST | Updated: 2024-05-17 16:05:09 BdST

৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাক বিভাগ কর্তৃক ডাকটিকেটে বাংলাদেশ ছাত্রলীগের এর নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ লেখায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ মো: আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যেখানে লেখা হয়েছে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’। এহেন উদ্দেশ্যেপ্রণোদিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাকিস্তান আমলে ছাত্রলীগ প্রতিষ্ঠা পেলেও বর্তমান সময়ে এসে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উল্লেখ না করে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়টিই উল্লেখ করা উচিত ছিল। এটা কোনোভাবেই ভুল না। যে ডিজাইন করেছে, যে অনুমোদন দিয়েছে, সবাই জেনে বুঝে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।"

"সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাক বিভাগের এধরনের ঘটনা কখনোই কাম্য নয়। অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করাই ছিল অপরাধীদের মূল উদ্দেশ্য। এখনোও পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কোন তদন্ত কমিটি গঠন না করাই প্রমাণ করে যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের নির্দেশেই এধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা মনে করি।"

"এই চক্র একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী। এরা এখনোও পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে এখনো বসে আছে একাত্তরের পরাজিত অপশক্তি স্বাধীনতা বিরোধীদের দোসররা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কখনোই এই অপকর্মের দায়ভার এড়াতে পারেন না। তাদের নীরবতাই প্রমাণ করে অপরাধীদের সাথে তাদের যোগসাজশ রয়েছে। দ্রুত তদন্ত কমিটি গঠন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কঠোর কর্মসূচী ঘোষণা করবে।"