জাবি ছাত্র-শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহারের আহবান ভিসির


টাইমস ডেস্ক | Published: 2019-10-02 04:53:39 BdST | Updated: 2024-05-17 13:51:37 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষকদের চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজ প্রচলিত নিয়ম অনুসরণ করেই শুরু হয়েছে। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্য নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করেছি এবং উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছি।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, তিনি কোনো ছাত্র নেতাকে ঈদ সেলামি দেননি। এটি সত্যের অপলাপ মাত্র। আমি আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহবান জানাই। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র-শিক্ষক সংগঠনগুলোকে নিজ নিজ কর্মসূচি পালনে সতর্ক ও সহনশীল হওয়ার আহবান জানান তিনি।

এইচএম/ ০১ অক্টোবর ২০১৯