স্বেচ্ছায় পদত্যাগ করবেন না জাবি উপাচার্য, লাল কার্ড প্রদর্শন


টাইমস ডেস্ক | Published: 2019-10-02 06:41:02 BdST | Updated: 2024-05-17 13:07:26 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় দুর্নীতি বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনকারীরা জাবি উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য ১ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। তবে জাবি উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় বুধবার (০২ অক্টোবর) থেকে ক্যাম্পাসের সর্বাত্নক ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। 

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন শেষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ধর্মঘটের কর্মসূচির ঘোষণা করা হয়। একই সঙ্গে তারা ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে লাল কার্ডও প্রদর্শন করেন।

আন্দোলনকারীরা বলেন, এর আগেও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ থাকলেও কোন ব্যবস্থাই নেননি ভিসি। সাথে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তো আছেই। আজকের মধ্যে ভিসি পদত্যাগ করেননি। তাই কাল ও পরশু সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে। ঘেরাও থাকবে প্রশাসনিক ভবন। চলতে দেয়া হবে না বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি।

জাবি ভিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম

 

এমন কর্মসূচির পর ভিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম। ‘কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী’র আন্দোলন উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি জানান, ‘তিনি পদত্যাগ করবেন না।’

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজ প্রচলিত নিয়ম অনুসরণ করেই শুরু হয়েছে। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্য নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করেছি এবং উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে উপাচার্য তার বাসভবনে শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগকে টাকা দেওয়া হয়েছে বলে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। এছাড়াও উপাচার্যের স্বামী এবং ছেলের বিরুদ্ধে এই উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য করার অভিযোগ রয়েছে। তারই প্রেক্ষিতে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর নামের প্লাটফর্ম গড়ে তুলে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

টিআই/ ০১ অক্টোবর ২০১৯