দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ঢাবিতে আলোর মিছিল


টাইমস ডেস্ক | Published: 2019-10-07 06:39:34 BdST | Updated: 2024-05-17 14:35:19 BdST

দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে আলোর মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)শিক্ষার্থীরা।

রোববার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ঢাবি ক্যাম্পাসে ওই মিছিল হয়েছে।

সমাবেশে প্রধানমন্ত্রীর দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে অভিনন্দন জানিয়ে সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন ধরে অন্ধকারে থাকা সমাজকে যে আলোর দিশা দেখিয়েছেন, তার ছোঁয়া যেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায়।

ডাকসুর এই সদস্য বলেন, আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর এই অভিযান বাংলাদেশের আপামর জনসাধারণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দুঃখ-দুর্দশা লাগব করতে সাহায্য করবে। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা, শিক্ষক নিয়োগে অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও ছাত্ররাজনীতির অবক্ষয় রোধ করে এই অভিযান আবার স্বর্ণালী যুগে নিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে।

দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ঢাবিতে আলোর মিছিল

 

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে এ মিছিলটি শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

টিআর/ ০৬ অক্টোবর ২০১৯