ঢাবিতে শিবির সন্দেহে নিরীহ ছাত্রকে বেদম পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ


ইত্তেফাক অনলাইন | Published: 2017-08-13 15:30:21 BdST | Updated: 2024-05-12 10:22:15 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিবির সন্দেহে এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। কিন্তু পরে তারা জানতে পারে ওই ছাত্র শিবিরের কেউ নন। আহতের ছাত্রের নাম মনিরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দীন খানের অনুসারীরা এ ঘটনা ঘটায়৷

শনিবার (১২ আগস্ট) সন্ধায় হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আলী হুসেনের নেতৃত্বে, উর্দু বিভাগের ইমরুল কায়সার, ইসলামের ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং স্বাস্থ্য অর্থনীতি বিভাগের রেজা হলের ২২৫ নং কক্ষে নিয়ে তাকে বেদম প্রহার করে।

পরে মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন, আমাদের অবস্থান শিবিরের বিরুদ্ধে। কোনো সাধারণ শিক্ষার্থীকে হয়রানি করা নয়। কোনো সাধারণ শিক্ষার্থীকে মারধর করা হলে ছাড় দেওয়া হবে না।

এদিকে ঢাবির প্রতিটি হলে প্রতি রাতেই নিরীহ শিক্ষার্থীদের ডেকে জেড়া করছে হলশাখা ছাত্রলীগ, জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই প্রহার করে পুলিশে দেয়া হচ্ছে অথবা মেডিকেলে ভর্তি করা হচ্ছে। এমতবাস্থায় প্রথম, ২য় ও ৩য় বর্ষের সাধারণ ও নিরীহ শিক্ষার্থীরাই বেশি মারধরের শিকার হচ্ছে। 

ছাত্রলীগের এসব কর্মকাণ্ডে কোনধরণের বাধা দিচ্ছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ। আর যেসব ছাত্ররা সমস্যায় পরছে তাদেরকেও সহায়তা করা হচ্ছেনা বিশ্ববিদ্যালয় থেকে।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, অপরাধ করেছে শিবির আর সমস্যায় পরতে হচ্ছে আমাদের। হয় শিবিরকে নিষিদ্ধ করা হউক অন্যথায় বিশ্বজিতের মত আমাদেরদেরও শিবির করার অপবাধ শুনে কবে যেন মারা যেতে হয়।

হল ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, ২০১৬ সালে ফেসবুকে মনিরুল ইসলামের শেয়ার করা একটি পোস্টের ভিত্তিতে তাকে শিবিরকর্মী বলে শনাক্ত করা হয়৷ এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হলের ২২৭ নম্বর রুমে নিয়ে গিয়ে তাকে রড দিয়ে পেটায় বিভিন্ন বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত জিয়া হল ছাত্রলীগের একদল কর্মী, যাদের সবাই পদধারী৷ তারা হলেন-হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আলী হোসেন,উপ-মানবসম্পদ সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আলী রেজা খান,উপ-গণশিক্ষা সম্পাদক ও উর্দু বিভাগের ছাত্র ইমরুল কায়সার,উপ-ধর্ম সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মাহমুদুল হাসান,উপ-ছাত্রবৃত্তি সম্পাদক সুজন মাহমুদ বাবর,কার্যকরী সদস্য নিজারুল ইসলাম ও সহ-সম্পাদক মাহমুদুল হাসান জেপু৷

এ বিষয়ে জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দীন খান বলেন,'গত বছর মনিরুল ইসলামের শেয়ার করা জামায়াত-শিবির সমর্থক একটি ফেসবুক পোস্ট এবং জামায়াত-শিবিরের বিভিন্ন পেজে লাইক দেখে তাকে শিবিরকর্মী হিসেবে সন্দেহ করা হয়৷ ২য় বর্ষের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে প্রহার করেছে৷প্রহারের বিষয়টা আমি জানতাম না৷’

শিবির সন্দেহে প্রহার করে আবার হলে ফিরিয়ে আনা হলো কেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি৷

মনিরুল ইসলামের গ্রামের বাড়ি শারদা ইউনিয়নের চেয়ারম্যান ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মধুর সঙ্গে যোগাযোগ করে তার কাছে মনির ও তার পরিবারের ব্যাকগ্রাউন্ড জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনির আমার পরিচিত৷তার পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয়৷ সে ভালো পড়াশোনা করতো৷ কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সে কখনোই জড়িত ছিল না৷ তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত৷'

মনিরুল ইসলামের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার পড়াশোনার খরচ চালান বলে জানা গেছে৷

প্রসঙ্গত,গত ৭ আগস্ট সিলেটের জালালাবাদে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগের দুই কর্মী মারাত্মক আহত হন।এদের মধ্যে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলার পর মদনমোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের শাহীন আহমেদের হাত কেটে ফেলতে হয়।এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।আর ৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে শিবিরের বিরুদ্ধে ‘অ্যাটাকে’ যেতে নির্দেশ দেন সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।তাদের নির্দেশনার পর বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র গিয়াস উদ্দিনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় ছাত্রলীগকর্মীরা।এর আগে সিলেটের ঘটনার পর পর লক্ষ্মীপুরে দুই শিবির কর্মী এবং ৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিবিরের ১২ নেতাকর্মীকে পিটিয়ে পুলিশে দেয় ছাত্রলীগ কর্মীরা।

এমএসএল/ ১৩ আগস্ট ২০১৭