সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীকে উৎসর্গ নর্থ সাউথের বর্ষবরণ উৎসব


Desk report | Published: 2024-05-11 22:55:26 BdST | Updated: 2024-12-14 03:03:46 BdST

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী এবং জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘অড সিগনেচার’র সদস্য এবং গায়ক ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়ালের মৃত্যুতে উচ্চশিক্ষালয়টিতে এক মিনিটের নিরবতা পালন কারা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির এবারের বর্ষবরণ উৎসবও তার নাম উৎসর্গ করা হয়েছে। শনিবার (১১ মে) এনএসইউ ক্যাম্পাসে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ষবরণ উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) অনুষ্ঠানটি আয়োজন করে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহাসান তানভীর পিয়াল রাত ৩ টা পর্যন্ত আমাদের সাথে কাজ করেছেন। এখন তিনি আমাদের সাথে নেই। আমাদের আজকের আয়োজনটি আমরা তাঁকে উৎসর্গ করছি। একই সাথে আহাসান তানভীর পিয়ালের আত্মার মাগফেরাত কামনা করছি।

এর আগে শনিবার (১১ মে) ভোরে সিলেটের এমসি কলেজের একটি অনুষ্ঠানে গান গাইতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক আবদুস সালাম। দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)। তারা তিনজনই ব্যান্ডের সদস্য।

অড সিগনেচারের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সিলেট যাওয়ার পথে নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য আহত হন। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশও।

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রেজারার অধ্যাপক ড. আবদুর রব খান বলেন, আমাদের শিক্ষার্থী আহাসান তানভীর পিয়ালের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শনিবার অনুষ্ঠানে শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, আমাদের একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।