ঢাবিতে 'টেকনোলজি লিডিং টু অপরচুনিটিস' শীর্ষক সেমিনার


ঢাবি টাইমস | Published: 2020-02-04 22:39:48 BdST | Updated: 2024-05-12 04:18:54 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র আয়োজনে 'টেকনোলজি লিডিং টু অপরচুনিটিস' শীর্ষক ক্যারিয়ার গাইডিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাণিজ্য অনুষদের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সার্বিক ব্যবস্থাপনা করেন ডাকসু'র বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী।

এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম বাংলাদেশী হিসাবে অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্কে মিলিয়ন ডলার আয়ের রেকর্ড করা শরীফ মোহাম্মদ শাহজাহান এবং সফল নারী উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ এমরাজিনা ইসলাম।

চাকরি না খুজে কিভাবে নিজের কর্মসংস্থান তৈরি করে নেয়া যায় তা নিয়ে কথা বলেন তারা দুজন। কনফারেন্স হলটি কানায় কানায় পূর্ণ ছিলো আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে।

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অনুষ্ঠানের ব্যাপারে কথা বলার পাশাপাশি বলেন, সায়েন্স ফ্যাকাল্টিতে দুইমাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ, অনলাইন রেজাল্ট এবং অনলাইনে বেতন পরিশোধের সূচনা হবে খুব দ্রুতই। ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ডাকসুর অন্যতম সদস্য রাইসা নাসের৷

আরিফ ইবনে আলী বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণেরা ইনোভেশন কিংবা উদ্যোক্তা হবার প্রতি মনোনিবেশ করে দেশ ও তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে এটাই জাতির প্রত্যাশা। তারই প্রয়াস হিসেবে, গ্লোবাল এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি'র সাথে তরুন উদ্ভাবকদের যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যমে ডাকসু উদ্ভাবকদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্র তৈরির নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।'