আবাসন সঙ্কট সমাধানে ৫ হলে বাঙ্কবেড স্থাপনের সিদ্ধান্ত


ঢাবি টাইমস | Published: 2020-02-09 07:20:17 BdST | Updated: 2024-05-11 23:53:02 BdST

আবাসন সঙ্কট নিরসনের উদ্যোগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে প্রাথমিকভাবে বাঙ্কবেড বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার (০৮ ফ্রেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাহী সভায় প্রস্তাব পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৈধ সিট দেয়ার দাবিতে আন্দোলন করেছিলেন ডাকসুর এ সদস্য।

বাঙ্কবেডের বিষয়টি নিশ্চিত করে তানভীর হাসান সৈকত বলেন, আবাসন সঙ্কট সমাধানের উদ্যোগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে আনুষ্ঠানিকভাবে বাঙ্কবেড স্থাপন করার সিদ্ধান্ত ডাকসুতে পাশ হয়েছে।

তিনি বলেন, এ পাঁচটি হলের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসম উদ্‌দীন হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল। পঞ্চম হলটি এখনো নির্ধারণ করা হয়নি। সিট সঙ্কট বিবেচনা করে শিঘ্রই সেটি নির্ধারণ করা হবে। হলগুলো ছোট বলে আপাতত এগুলো থেকেই কাজ শুরু করবে প্রশাসন।

তিনি বলেন, এছাড়া অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সিটপ্রদান করা হবে।

সভায় সৈকতের উত্থাপিত আরেকটি এজেন্ডার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা অযৌক্তিক উন্নয়ন ফি কমানোর দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে। আগামী ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে একটি নীতিমালা চূড়ান্ত হবে।