ঢাবি সিঙ্গেল পরিষদের সহ-সভাপতি বহিষ্কার


ঢাবি টাইমস | Published: 2020-02-09 07:50:15 BdST | Updated: 2024-05-12 05:24:52 BdST

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ফেরদৌস সিদ্দিক সায়মন কে বহিষ্কার করা হয়েছে।

সেই সাথে সংগঠন টির সকল ইউনিটের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৯ ফেব্রুয়ারী( রবিবার) সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

সিঙেল সংগ্রাম কমিটির বর্তমান সভাপতি এস এম আব্দুর রহমান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে সায়মন কে জিজ্ঞাসা করা হলে তিনি এটিকে সম্পুর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, ভিত্তিহীন অভিযোগের দায়ে আমাকে বহিষ্কার করা হলো। এই ধরনের স্বৈরতান্ত্রিক স্বীদ্ধান্ত আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। প্রথম থেকেই আমার বিরুদ্ধে সিন্ডিকেট উঠে পরে লেগেছিল।

তারা সংগঠন থেকে আমাকে মাইনাস করে দিয়ে মিঙ্গেলদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সিঙ্গেলরা জানে আমি ত্যাগী ও রাজপথে পরিক্ষীত। আমি আজকেই আপিল করবো। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ করে সিঙ্গেলদের মাঝে দাপটের সহিত ফিরে আসবো ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, সিঙেল সংগ্রাম কমিটি প্রতিবছরই পুজিবাদী প্রেমের বিরুদ্ধে সোচ্চার ছিল। তাদের উল্লেখযোগ্য স্লোগান গুলোর মধ্যে হলো,' কেও পাবে কেও পাবেনা, তা হবেনা তা হবেনা"।