উন্নয়ন ফির জন্য নির্দিষ্ট নীতিমালা চায় ডাকসু


ঢাবি টাইমস | Published: 2020-02-09 19:39:47 BdST | Updated: 2024-05-12 04:26:46 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে উন্নয়ন ফি নেয়া হচ্ছে নানানভাবে । এক্ষেত্রে নিয়ম-নীতি অনুসারে উন্নয়ন ফি নেয়ার দাবি জানিয়েছে ডাকসুর নেতারা। তারা উন্নয়ন ফি যাতে মাত্রাতিরিক্ত না নেয়া হয় তার জন্য নির্দিষ্ট নীতিমালার দাবি করেছেন।

শনিবার ডাকসুর কার্য নির্বাহী সভায় এ বিষয়টি উপস্থাপন করেন সদস্য তানভীর হাসান সৈকত। পরে বিষয়টি বিস্তারিত উপস্থাপন করেন আরেক সদস্য রাইসা নাসের।

রাইসা নাসের ক্যাম্পাস টাইমসকে জানান, অনেক বিভাগেই অনেক বড় অঙ্কের টাকা উন্নয়ন ফি হিসাবে নেয়া হয় যা শিক্ষার্থীদের অনেকের জন্য প্রদান করা কষ্টসাধ্য। উন্নয়ন ফি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের কোন নীতিমালা না থাকায় বিভিন্ন বিভাগের উন্নয়ন ফি এর তারতম্য অনেক বেশি, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। বিভাগের প্রয়োজন অনুযায়ী তারতম্য থাকতেই পারে কিন্তু, তা যেন কোন বিভাগেই অতিরিক্ত বেশি না হয়, এবং এ বিষয়ে আরো স্বচ্ছতা আনতে ও সমন্বয়হীনতা দূর করতে উন্নয়ন ফি এবং অন্য যেকোন বিভাগীয় ফি সংক্রান্ত কিছু নীতিমালা থাকা জরুরি। উপাচার্য স্যার আন্তরিকভাবে এ প্রস্তাবটি গ্রহণ করেছেন।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন,  উপাচার্য স্যার বলেছেন আগামী ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে একটি নীতিমালা চূড়ান্ত হবে।