ডাকসুর চাপে টাকা ফেরত দিতে বাধ্য হল দুর্নীতিবাজ ঠিকাদার


ঢাবি টাইমস | Published: 2020-02-10 05:54:41 BdST | Updated: 2024-05-12 03:36:05 BdST

অবশেষে ডাস্টবিন বসাতে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে ঠিকাদার রুবেল। আজ ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের ও সদস্য নজরুল ইসলামের উপস্থিতিতে ৪ ভুক্তভোগী দোকানীকে বিন বসানোর নামে নেয়া মোট ৩২,৯০০ টাকা ফেরত দিয়েছে ঐ ঠিকাদার। আরও ৪,৫০০ টাকা আগামী বৃহস্পতিবার ঠিকাদার ফেরত দিবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, প্রায় ১ মাস আগে ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে উপহার দেয়া ৫০টি বিন বসানোর কাজ পায় ওই ঠিকাদার। যার জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে ১ লক্ষ ৭০ হাজার টাকা চুক্তি হয়। এদিকে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রদত্ত সাতটি বিন বসানোর কাজও দেওয়া হয় একই ঠিকাদারকে। অতিরিক্ত সাতটি বিনের জন্য ক্যাম্পাসের মধ্যে থাকা দোকান মালিকদেরকে এই সাতটি বসানোর খরচ বহন সাপেক্ষে সংশ্লিষ্ট দোকানের সামনে স্থাপন করতে বলা হয়েছিলো। এক্ষেত্রে প্রতিটি বিন বাবদ পাশের দোকানীর থেকে ৩ হাজার ৮শত টাকা করে, মোট ২৬ হাজার ৬শত টাকা নেওয়ার বলা হয়েছিলো কিন্তু ওই ঠিকাদার এই সুযোগ নিয়ে চারটি দোকান থেকে সর্বমোট ৬৪ হাজার টাকা হাতিয়ে নেয়।

টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা ডাকসুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে কাউকে অবৈধভাবে টাকা না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, এটি হয়ত পুকুর চুরি নয়, তবে যা হয়েছিলো তা অত্যান্ত লজ্জাজনক। আমরা ডাকসুর পক্ষ থেকে এস্টেট অফিসে কথা বলেছি। এস্টেট অফিস থেকে অভিযুক্ত ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভূক্ত করা এবং তার বিল আটকে দেয়া হয়েছে।