শাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী শিক্ষকদের জয়


Sust | Published: 2020-02-12 13:41:28 BdST | Updated: 2024-05-12 09:43:47 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষক সমিতি ২০২০ নির্বাচনে ১১টি পদের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি প্যানেল। তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একক প্যানেল কোনো পদেই জয়লাভ করতে পারেননি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম। এর আগে সেখানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে সভাপতি পদে আওয়ামী-বামপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি ১২৯ ভোট পেয়েছেন।

এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ৮২ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী-বামপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী অপর প্যানেল থেকে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল-হোসাইনী ১৬৩ ভোট এবং বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোরাদ ৭৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে সভাপতি-সম্পাদক ছাড়া আওয়ামী-বামপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল আরও দুটি পদে বিজয়ী হন। তারা হলেন- কোষাধ্যক্ষ পদে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ও কার্যনির্বাহী সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ।

অন্যদিকে আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, যুগ্ম-সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায়, কার্যনির্বাহী সদস্য পদে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল ফেরদৌস চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নাহিদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এএসএম সায়েম, গণিত বিভাগের প্রভাষক এসএম সাইদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম।