প্রাণনাশের আশঙ্কা করছেন ঢাবির প্রো-ভিসি


Dhaka | Published: 2020-10-05 18:07:42 BdST | Updated: 2024-05-12 02:15:11 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের বাসায় তিন জন অপরিচিত লোক এসে প্রবেশের অনুমতি চান। নিজেদের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী পরিচয় দেওয়া এসব শিক্ষার্থী কিছুক্ষণ অপেক্ষা করার পর অনুমতি না পেয়ে ফিরে যান।

কিন্তু হঠাৎ এমন অপরিচিত লোকের উপস্থিতিকে প্রাণনাশের হুমকি হিসেবে দেখছেন উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। এ ঘটনায় রবিবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘এ ধরনের একটা ঘটনা ঘটেছে। ঘটনার পরদিন (গতকাল রবিবার) ঐ তিন জন আসবে বলেছিল। কিন্তু তাদের না আসা এবং এর আগেও মাননীয় উপ-উপাচার্য বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ায় আমরা সন্দেহ করছি।’