ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা


Dhaka | Published: 2020-10-27 01:22:14 BdST | Updated: 2024-05-17 17:39:05 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম ফারিহা তাবাসসুম রূম্পা। সোমবার নিজ বাসায় এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের সহপাঠীদের ধারণা, পরিবারের চাপে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিলাম বিশ্বাস নীল নামে এই ছাত্রীর এক সহপাঠী 'ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার' নামক এক ফেইসবুক গ্রুপে লিখেছেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারিহা তাবাসসুম রূম্পা , আমার কাছের বন্ধু রুমমেট আর নাই। আজ সকালে পরিবারের চাপে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার বাবা মা ভাইয়ের মানসিক নির্যাতন ই এই মৃত্যুর জন্য দায়ী"। 

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, খবরটি শুনেছি। আমরা বিভাগ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। এ সময় সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন তিনি।

ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নেভিন ফরিদা বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।