ঢাবি অধ্যাপক জিয়া রহমানের মামলা প্রত্যাহারের দাবি ২২ বিশিষ্টজনের


Dhaka | Published: 2020-10-29 18:36:39 BdST | Updated: 2024-05-17 15:01:53 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। ২০১৯ সালের মে মাসের একটি টকশোর বক্তব্যকে এ সপ্তাহের বক্তব্য দাবি করে আদালতে মামলাটি করা হয়।

বিবৃতিতে বলা হয়, টেলিভিশন টকশোর যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে অপপ্রচার হচ্ছে, তা কোনোভাবেই ধর্মবিরোধী বক্তব্য নয়। একটি চিহ্নিত মহল সব সময় মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে নানান কৌশলে ধর্মকে অপব্যবহার করে আসছে। একই সাথে দেশের সংস্কৃতি ও আধুনিক জীবনবোধকে বাধা দিচ্ছে।

এর আগেও সুফিয়া কামাল, হুমায়ুন আজাদ, জাহানারা ইমামসহ বিশিষ্টজনদের বিরুদ্ধেও তাদের অপপ্রচার অব্যাহত ছিল। অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান দেশের বিশিষ্ট নাগরিকরা। এর মধ্যে রয়েছেন- আবদুল গাফফার চৌধুরী, আবেদ খান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শাহরিয়ার কবীর, অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, শিল্পী হাশেম খান, অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল হারুনুর রশীদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও আব্দুর রশীদ এবং এমপি শফিকুর রহমান।