
ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেনন মোঃ নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাওহিদুল ইসলাম তাইমুন।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে তাওহিদুল ইসলাম তাইমুন বলেন, "আমাদের লক্ষ্য হলো নাট্যচর্চাকে আরও উন্নত করা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করা। আমরা চেষ্টা করব নাট্যশিল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।"
কমিটি গঠন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি এবং তারা আশা করছেন, নাট্য সংসদ নতুন উদ্যমে আরও সফলভাবে কাজ করবে।