দুর্ঘটনায় নোবিপ্রবি ছাত্রীর মৃত্যু: সাধারন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী


বাদশা ফাহাদ | Published: 2017-11-27 01:22:53 BdST | Updated: 2024-05-17 15:01:49 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মাসি শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া মোসলেমের হত্যার সাথে জড়িত অটো ও পিকআপ চালকের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল সােড় ৮টায় কর্মসূচী শুরু হয়ে বেলা ১১টা জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল দাবি মেনে নেওয়ার ফলে শেষ হয়।

বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা তাদের যে সকল দাবি নিয়ে অবস্থান কর্মসূচী করে তা হলো- “অনতিবিলম্বে ঘাতক অটো ও পিকআপ চালককে বিচারের আওতায় আনা, সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা,অটো তে পাঁচ জনের বেশি যাত্রী নিষিদ্ধকরণ, জেড় মোড়ের রাস্তা সোজা করণ এবং রয়াল হসপিটালের মান-সম্মত সেবা নিশ্চিতকরণ” ইত্যাদি।

তাদের দাবি মেনে নিয়ে সুধারাম থানার ওসি মোহাম্মদ আনোয়ার বলেন, “অটোতে পাঁচ জনের বেশি যাত্রী যেন না নেওয়া হয় সেটি আমরা আজই নিশ্চিত করবো।”

অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ তানবীর বলেন, “আমরা অপরাধী ড্রাইভারকে গ্রেপ্তার করেছিলাম কিন্তু মামলা ছাড়া তো আর আমরা আসামীকে চব্বিশ ঘন্টার বেশি থানায় রাখতে পারি না,আপনারা একটি মামলা করেন আমরা আট চল্লিশ ঘন্টার আগেই অপরাধী কে গ্রেপ্তার করব, রাস্তা প্রশস্তের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, একরামুল করিম চৌধুরী ও সেতুমন্ত্রী মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ হচ্ছে অতিসত্বর উক্ত রাস্তাটি প্রশস্তের কাজ শুরু হবে বলে আমরা আশাবাদি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, “আপনারা এই দাবি উত্থাপন করার আগেই আমরা বাসের সিডুয়েল পরিবর্তন করেছি,বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন হতে হয়তো আরো কয়েক মাস লাগতে পারে,ইতোমধ্যে নতুন আবাসিক হলের কাজ প্রায় শেষপ্রান্তে।”

সর্বশেষ ফার্মাসি শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ ব্যবসায়ী, পরিবহন শ্রমিক,সাধারণ মানুষ ও আইন শৃংখলা রক্ষাকারী প্রশাসনের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যাবাদ জ্ঞাপন করেন দীর্ঘ সময় তাদেরকে সহযোগিতা করার জন্য।এরই মধ্য দিয়ে অবস্থান কর্মসূচী টি শেষ হয়।

টিআই/ ২৬ নভেম্বর ২০১৭