চবির তিন পর্ষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আওয়ামীপন্থীরা


চবি টাইমস | Published: 2017-12-04 15:23:15 BdST | Updated: 2024-05-17 13:51:53 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট, ফাইন্যান্স ও একাডেমিক কাউন্সিলের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিন পর্ষদের এই নির্বাচনে ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আওয়ামীপন্থী হলুদ প্যানেল‘ মোট ১১টি পদের মধ্যে আটটিতে বিজয়ী হয়েছে।

বাকি তিনটি পদের মধ্যে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী চেতনায় উদ্বুদ্ধ’ সাদা দলের প্রার্থীরা দুটিতে এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মোজাফর আহম্মেদ চৌধুরী ( দর্শন বিভাগ), সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন এস এম শাদাত আল সাজিদ (নৃ-বিজ্ঞান বিভাগ-সতন্ত্র) এবং প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সেতু রঞ্জন বিশ্বাস (ম্যানেজমেন্ট বিভাগ)।

ফাইন্যান্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবু মোহাম্মদ আতিকুর রহমান (ম্যানেজমেন্ট বিভাগ)।

একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন, ড. সাইদুল ইসলাম (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), নির্মল সাহা (আইন বিভাগ), সুলতানা সুকন্যা বাশার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), শাহ আলমগীর (ফলিত পদার্থ বিদ্যা, ইলেক্ট্রনিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), মরিয়ম সুলতানা (রসায়ন বিভাগ), মাহাবুব হাসান (জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটসহ তিনটি পর্ষদের নির্বাচনে ৬৬৬ জন শিক্ষকের মধ্যে ৬৩২ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ওই তিন পরিষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ১১টি পদে মোট প্রার্থী ছিলেন ১৯ জন। এর মধ্যে হলুদ দল সমর্থিত ১১ জন, সাদা দল সমর্থিত ৭ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

এমএস/ ০৪ ডিসেম্বর ২০১৭