নোবিপ্রবি’তে ভর্তি ২৯ জানুয়ারি


নোবিপ্রবি টাইমস | Published: 2018-01-11 16:55:43 BdST | Updated: 2024-05-17 18:18:00 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) শূন্য আসন ও কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে আগামী ২৯ জানুয়ারি।

ওই দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও অনুষঙ্গিক ফি অনুমানিক ১৫ হাজার টাকাসহ ভর্তিচ্ছুদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইউনিট ও বিভাগভিত্তিক শূন্য আসনের বিবরণী ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২৯ ও ৩০ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) তে পাওয়া যাবে।

এইচজে/ ১১ জানুয়ারি ২০১৮