কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. তাহের, সম্পাদক রবিউল


আল নাঈম | Published: 2018-01-12 17:21:18 BdST | Updated: 2024-05-17 18:18:35 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। ভোট গণনা শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক। এবারের নির্বাচনেও মূলধারার বঙ্গবন্ধু পরিষদসমর্থিত নীল দল নিরঙ্কুশ জয় লাভ করেছে।

এতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী। নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ (কামাল-নন্দী) সমর্থিত অপর গ্রুপ মূলধারার বঙ্গবন্ধু পরিষদের সমর্থিত নীল দলের কাছে পরাজিত হয়।

পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান ও নজরুল ইসলাম (সহ-সভাপতি),মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী (যুগ্ম সাধারন সম্পাদক),মোঃ এমদাদুল হক (কোষাধ্যক্ষ),জনাব মোঃ আবুল হায়াত (সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক),জনাব মোঃ আতিকুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং সদস্য নির্বাচিত হন যথাক্রমে জনাব মাহবুবুল হক ভুঁইয়া,ড. মোঃ শামিমুল ইসলাম,ড. মোঃ জুলহাস মিয়া,জনাব জিল্লুর রহমান,জনাব ফিরোজ আহমেদ,জনাব মোঃ সাদেকুজ্জামান,জনাব মোঃ মেহেদী হাসান।

প্রাথমিকভাবে ঘোষনা করা হলেও আগামী ১৪ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আয়নুল হক।

এ জয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এইচজে/ ১২ জানুয়ারি ২০১৮