নোবিপ্রবি অষ্টম ব্যাচের র‍্যাগ ডে উৎসব শুরু


মোঃ বাদশা ফাহাদ | Published: 2018-01-14 16:24:55 BdST | Updated: 2024-05-17 16:24:22 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অষ্টম ব্যাচের (২০১২-১৩) দু'দিনব্যাপী র‍্যাগ উৎসব রোববার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে সোমবার (১৫ জানুয়ারি) পর্যন্ত। এবারের র‍্যাগ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘স্কোরপিও’ যার বাংলা আভিধানিক অর্থ 'বিচ্ছু'। দু'দিনব্যাপী র‍্যাগ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচ।

সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া ৮ম ব্যাচ ফার্মেসী বিভাগের সড়ক দুর্ঘটনায় প্রয়াত শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভী এর জন্য ১মিনিট নিরবতা পালন করে সহশিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টা থেকে টি-শার্ট বিতরণ,আনন্দ মিছিল, বৃক্ষরোপণ, খেলাধুলা শেষে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত কালচারাল অনুষ্ঠান চলবে। এরই মাঝে ফানুস উৎসব এবং আতসবাজি প্রোগ্রাম সম্পন্ন করা হবে বলে জানা যায়।

পরদিন সকাল ১০ টা থেকে কালার ফেষ্ট হতে শুরু করে কন্সার্ট দিয়ে শেষ হবে। কনসার্ট বিকাল ৫টা ৪০ থেকে শুরু হবে।

উল্লেখ্য, দু'দিনব্যাপী এই র‍্যাগ উৎসবে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অর্থহীন’। কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে বেজ বাবা সুমন'দের। তাছাড়াও থাকছে ‘বে অব বেঙ্গল’। সেইসাথে যুক্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডদল ‘বাঙাল’ ও ‘ডাকটিকেট’।

এদিকে র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন আশেপাশের এলাকাজুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। র‍্যাগ উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন।চলছে আয়োজকদের নানামুখী ব্যস্ততা। চমৎকার অনুষ্ঠান দেখার অপেক্ষায় বাকি জুনিয়র শিক্ষার্থীরা।

বিএফ/ ১৪ জানুয়ারি ২০১৮