আইফোনের চুক্তিতে ভর্তির ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-31 16:59:50 BdST | Updated: 2024-05-17 13:06:23 BdST

সাড়ে ৩ লাখ টাকা ও আইফোনের বিনিময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জালিয়াতির মাধ্যমে ভুয়া ভর্তির ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় আটক হওয়া ভুয়া শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিসান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈন, আরবি বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজনক আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০, ৪৬৭ ও ৪৭১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে প্রতারণা, নথিপত্র জালিয়াতি এবং নকল দলিলপত্র ব্যবহার।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আটক হওয়া শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আটক একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি দু'জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ভুয়া ভর্তি হওয়া জাহিদুল ইসলাম জিসানকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। প্রক্টরিয়াল বডির সদস্যদের জিজ্ঞাসাবাদে জিসান জানায়, জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে দেয়া হবে, এমন শর্তে সাড়ে ৩ লাখ চুক্তি হয় জুলকার ও সাদ্দামের সঙ্গে। পরে কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখে বিভাগের সভাপতি ও অনুষদের ডিনের স্বাক্ষর, সিল মোহর, ব্যাংক রশিদসহ সব কাগজপত্র জালিয়াতির মাধ্যমে নকল করা হয়েছে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এসএস/ ৩১ জানুয়ারি ২০১৮