ভর্তি জালিয়াতি: চবির আট শিক্ষার্থী বহিষ্কার


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-01 17:39:55 BdST | Updated: 2024-05-17 15:02:23 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি জালিয়াতি ও অভ্যন্তরীণ পরীক্ষায় প্রক্সির দায়ে জড়িত আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৩১ জানুয়ারি) উপাচার্যের সভাপতিত্বে বোর্ড অব রেসিডেন্স, হেলথ ও ডিসিপ্লিনারি কমিটির সভায় এ বহিষ্কারাদেশের সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ভর্তি জালিয়াতি ও অনিয়মের ঘটনায় বিভিন্ন মেয়াদে ৮ শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। বুধবার বহিষ্কারের দিন হতে এটি কার্যকর হবে।

বহিষ্কৃতরা হলেন- ভর্তি পরীক্ষা চলাকালীন ডিভাইস জালিয়াতিতে পুলিশের হাতে আটক হওয়া মার্কেটিং বিভাগ ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ সৌরভ এবং ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শরীফুল ইসলাম নাজমুল। পূর্বে দুইজনকে সাময়িক বহিষ্কার করা হলেও বর্তমানে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রক্সির মাধ্যমে ভর্তি করানোর জড়িত থাকার দায়ে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া দুই ছাত্রলীগ নেতা রায়হানুল করিম ও মোহাম্মদ শহীদুল্লাহ নিশাতকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা দুইজন ইআইই আর ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে, এক বন্ধুর জন্য আরেক বন্ধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় প্রক্সি দেয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শহীদুল ইসলাম ও সাইদুল আলম।

এছাড়া সম্প্রতি আইফোন ও সাড়ে ৩ লাখ টাকার চুক্তি ভুয়া কাগজপত্রে এক ভুয়া শিক্ষার্থী ভর্তির ঘটনায় ২ বছরের জন্য দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- ১৩-১৪ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন ও আইইআরএ’র জুলকার নাইন। এরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এইচজে/ ০১ ফেব্রুয়ারি ২০১৮