জাতীয় গ্রন্থাগার দিবসে কুবিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা


আল নাঈম | Published: 2018-02-05 23:46:00 BdST | Updated: 2024-05-17 15:46:17 BdST

‘বই পড়ি, স্বদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮। এ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা হয়।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি যাত্রা শুরু করে বিজনেস, সায়েন্স ও আর্টস ফ্যাকাল্টি ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে এসে শেষ হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহেরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা। র‌্যালি শেষে বক্তব্য রাখেন উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।

ড. এমরান বলেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হয় আর এখানেই জ্ঞানের সৃষ্টি হয়। আর জ্ঞান অর্জন হয় বই পড়ার মাধ্যমে।

এইচজে/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮