চবি শিক্ষার্থীকে অপহরণ করে লাখ টাকা চাঁদা দাবি


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-19 16:13:57 BdST | Updated: 2024-05-17 15:02:01 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে অপহরণের করে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। অপহৃত ছাত্রের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন। অপহৃত শিক্ষার্থী মামদুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপহরণকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আবু সাইদের অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপহৃত মামদুদুর রহমান রবিবার দুপুর পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে যাওয়ার জন্য কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে অটোরিকশায় উঠেন। এ সময় আবু সাঈদের এক অনুসারী কিছু কথা আছে বলে তাকে নামিয়ে নেন। পরবর্তীতে মামদুদুরের মোবাইল থেকে ফোন করে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার কোনও হদিস মেলেনি।

এ বিষয়ে সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ বলেন, যারা শিক্ষার্থী অপহরণ করে চাঁদাবাজি করেছে তারা আমার অনুসারী নয় এবং আমি তাদের চিনি না। এ ধরনের কাজে যারা জড়িত প্রশাসন যেন তাদের কঠোর শাস্তি প্রদান করে এই অনুরোধ করবো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, আমরা মৌখিকভাবে অপহরণের বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে পুলিশকে অবগত করেছি।

এইচএম/ ১৯ ফেব্রুয়ারি ২০১৮