চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-20 17:45:13 BdST | Updated: 2024-05-17 18:02:39 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতভর শাহ আমানত ও শাহ জালাল হলে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

অভিযানে বেশ কয়েকজনকে আটক ও পরিত্যক্ত অবস্থায় দুইটি কাটা রাইফেল, দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর লিটন মিত্র।

এর প্রতিবাদে সোমবার সকাল ৬টার দিকে শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। পাশাপাশি শিক্ষক বাসেরও চাবি কেড়ে নেয়া হয়েছে। এতে করে শহর থেকে কোনো শিক্ষক-শিক্ষার্থীই বাসে-ট্রেনে আসতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর স্টেশন মাস্টার শাহবুদ্দিন বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে দুইটি ট্রেনের হোস পাইপ কেটে দেয়া হয়েছে। এ কারণে সকাল থেকে কোনো ট্রেন চলাচল করেনি। শিক্ষক বাসের চাবি কেড়ে নিয়েছে বলেও জানিয়েছেন পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ।

এদিকে পূর্ব নির্ধারিত ক্লাস পরীক্ষা থেকেই বিপাকে পড়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। এসময় অনেককে ট্রেন না পেয়ে গণপরিবহনের দ্বারস্থ হতে হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার বলেন, রাতে দুই হলে অভিযান চালানো হয়েছে। এতে কয়েকজনকে আটক করা হলেও বিস্তারিত জানাতে পারেননি তিনি।

টিআই/ ২০ ফেব্রুয়ারি ২০১৮