চবিতে ছাত্রলীগের তাণ্ডবের ঘটনায় প্রশাসনের মামলা


চবি টাইমস | Published: 2018-02-22 16:48:36 BdST | Updated: 2024-05-17 13:51:51 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের চলাকালে পরিবহন পুলে যানবাহন ভাঙচুরের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ১৪টি যানবাহন ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। বুধবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে মামলাটি করেন।

হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, যানবাহন ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা মামলা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এখানে কোনো শিক্ষার্থী বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে গভীর রাতে শাহ জালাল ও শাহ আমানত হলে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে পরদিন মঙ্গলবার লাগাতার অবরোধের ডাক দেয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেকে তালা ঝুলিয়ে অবরোধকারীরা অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে অবরোধ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের যানবাহন, প্রক্টর কার্যালয় ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

এসএম/ ২২শে ফেব্রুয়ারি ২০১৮