কোটা সংস্কারের দাবিতে কুবিতে মানববন্ধন


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-27 02:00:01 BdST | Updated: 2024-05-17 16:24:33 BdST

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে বাস মাঠ পর্যন্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় হাজার খানেক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না’, ‘১% মুক্তযোদ্ধার ৩০% কোটা কেন’, ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘সব মিলিয়ে কত ভাই ১০% এর নিচে চাই’, ‘কোটা পদ্ধতির নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বর্তমান কোটা ৫৬% থেকে কমিয়ে ১০% করা, কোটায় যোগ্য প্রার্থীদের না পাওয়া গেলে শূন্য পদে মেধায় নিয়োগ দেওয়াসহ মানববন্ধনে কোটা সংস্কারের মোট ৫ দফা দাবি উল্লেখ করা হয়।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছে এটা তারই অংশ। আমরা বিশ্বাস করি, চলমান কোটার আধিক্য প্রকৃত মেধার অবমূল্যায়ন।

টিআই/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮