শীতের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল খোলা থাকছে


RU Correspondent | Published: 2022-12-30 07:38:14 BdST | Updated: 2024-05-08 07:21:39 BdST

শীতের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে এতথ্য নিশ্চিত করেছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন।

তিনি বলেন, অনেক শিক্ষার্থীর ছুটির পরপরই পরীক্ষা শুরু হবে। আবার অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রাধ্যক্ষ পরিষদ।

এরআগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম জানান, শীতের ছুটি উপলক্ষে ১ থেকে ১২ জানুয়ারি একাডেমিক কার্যক্রম এবং ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগগুলো চালু থাকবে।

হল খোলা রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনেকের পরীক্ষা থাকায় বাড়িতে যাবেন না। হল খোলা থাকায় তারা হলে অবস্থান করতে পারবেন।

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসান বলেন, জানুয়ারি মাসে ফাইনাল পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতির জন্য এবারের শীতের ছুটি রাজশাহীতেই থাকতে হচ্ছে। এ পরিস্থিতিতে হল বন্ধ হয়ে গেলে বিড়ম্বনার পড়তে হতো। বন্ধে হল খোলার সিদ্ধান্তটি ফাইনাল পরীক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।