রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী শুরু


RU Correspondent | Published: 2023-02-11 10:07:18 BdST | Updated: 2024-04-19 03:34:19 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুজেসা) দ্বিতীয় পুনর্মিলনী শুরু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ৬ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত বাঁজিয়ে পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান উল ইসলাম এবং অধ্যাপক হুমায়ুন কবির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, বর-কনে, রাজা, সাপুড়ে, বনমানুষ, ঘোড়ারগাড়ির চালক, বাউলসহ নানা সাঁজে সেজেছে শিক্ষার্থীরা। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ-উদ্দীপনা এবং স্মৃতিকাতর হতে দেখা যায়।

পুনর্মিলনীতে আসা ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু ওমর দুলাল বলেন, অনেকদিন পর রি-ইউনিয়নের মাধ্যমে আমরা একত্রিত হয়ে আনন্দ করার সুযোগ পেয়েছি। এটা আমাদের দ্বিতীয় রিইউনিয়ন। ভবিষ্যতে এরকমভাবে আবারও একত্রিত হয়ে আমরা আনন্দ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে কাটানো অতীতের দিনগুলোর স্মৃতিচারণ করতে চাই।

ভূগোল ও পরিবেশবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে অ্যালামনাসদের কাছে বিভাগের বৃত্তির ফান্ড গঠন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তির ব্যবস্থা, বিভাগের জন্য আধুনিক ল্যাব স্থাপন করার আহ্বান জানান।

অ্যালামনাসদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বর্তমান সময়ে প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের কাছে বিভাগের উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতার আহ্বান জানাই।