এবার ফুসফুসের সমস্যা জনিত কারণে রাবি শিক্ষার্থীর মৃত্যু


RU Correspondent | Published: 2023-07-07 18:22:12 BdST | Updated: 2024-05-17 14:34:54 BdST

ফুসফুসের সমস্যা জনিত কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে যশোর সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম ইয়াসির আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষে (২০১৯-২০ শিক্ষাবর্ষে) অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামে।

শুক্রবার সকালে মরহুমের চাচা আমিনুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আরাফাতের ফুসফুসের সমস্যা ছিল। বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকবার ডাক্তারের কাছে গিয়েছিলো। তারপর বাসায় এসে ভারতে গিয়েছিলো, ঢাকা পিজি হাসপাতালেও গিয়েছিলো। সেখানে বলেছিলো নিউমোনিয়া হয়েছে। তারপর কিছুদিন ভালোই ছিলো।

তিনি আরও বলেন, ঈদের ছুটির ১৫ দিন পর ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিল ইয়াসির। তারপর বাসায় এসে ঈদের পরের দিন থেকে বুকের ব্যাথা অনুভব করে। বুধবার ওর শ্বাস-প্রশ্বাসে সমস্যার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার আরও অবনতি হওয়ায় রাত ১১টায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

ইয়াসিরের মৃত্যুতে সহপাঠী সাইফুল ইসলাম বলেন, আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। কাছের একজন বন্ধুকে এভাবে হারাবো কল্পনাও করিনি। আমরা যারা রাজশাহীতে আছি আজ সকালে সবাই ওর বাসায় যাবো।

তার মৃত্যুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শোকের ছায়া নেমেছে। তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।

এর আগে, গত মঙ্গলবার (৪ জুলাই) ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাবি'র আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম মোজাহিদ হাসান জনি। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোল ভাঙ্গা গ্রামে।