ভর্তি পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত রাবি ছাত্রলীগ নেতা


RU Correspondent | Published: 2023-10-04 18:31:48 BdST | Updated: 2024-05-07 07:09:17 BdST

ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হওয়া মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বহিস্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুশফিক তাহমিদ তন্ময় রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার (৪ অক্টোবর) তন্ময়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার জামিরুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে ভর্তি পরীক্ষায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারই প্রেক্ষীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় ভর্তি জালিয়াতি ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহী নগরীর বিভিন্ন থানায় ছাত্রলীগ নেতা তন্ময়ের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এসব অভিযোগে গত ১৯ আগস্ট তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। তন্ময় শাখা ছাত্রলীগের ২৫তম কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

একই অভিযোগে ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট, শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ এবং শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। এঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার এবং ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। কিন্তু মামলার প্রায় ছয় মাস হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। ডিবি পুলিশের তত্ত্বাবধানে থাকা এক মামলার অগ্রগতি সম্পর্কে বিভিন্ন সময় জানতে চাইলে তেমন কোন তথ্য দেন নি তারা।

এ ব্যাপারে জানতে রাজশাহী মহানগর ডিবি পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি কল রিসিভ করেননি।